মোঃ ছামিউল ইসলাম,জামালপুর প্রতিনিধি
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজনের মধ্য দিয়ে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে জামালপুর জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফি গেন্দা, শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম, পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন প্রমুখ।
ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) এর তাৎপর্য ও গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন জামালপুর উচ্চ বিদ্যালয় জামে মসজিদের পেশ ইমাম হযরত মুহাম্মদ আলাউদ্দিন ও দোয়া পরিচালনা করেন জাতীয় শ্রমিকলীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতী। আলোচনা ও দোয়া মাহফিলে আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মোঃ ছামিউল ইসলাম
জামালপুর জেলা প্রতিনিধি
০১৭১৩৫৬৪৭২০