Thursday , September 19 2024
244650149 1319742548455426 338960835122428597 n

জামালপুরের ৩ সাংবাদিকসহ ১০জনকে সংবর্ধিত

জামালপুর প্রতিনিধি

দৈনিক ইত্তেফাকের পার্বত্য চট্রগ্রামের রাঙামাটি জেলা প্রতিনিধি, পার্বত্য এলাকার প্রথম সংবাদপত্র দৈনিক গিরিদর্পনের সম্পাদক, ভাষাসৈনিক একেএম মকছুদ আহমেদ, ইত্তেফাকের জামালপুর জেলার মেলান্দহ উপজেলা সংবাদদাতা-লেখক-মানবাধিকার কর্মী শাহ্ জামাল, শ্রীমঙ্গল উপজেলা সংবাদদাতা অনুজ কান্তি দাশ ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি, ফরিদুল ইসলাম এবং দৈনিক সংবাদ, জামালপুর দিনকাল ও আলোর পত্রিকার প্রতিনিধি ছামিউল ইসলামসহ আরো ১০জনকে সংবর্ধনা প্রদান করেছে।
অন্যান্য সংবর্ধিতরা হলেন-ভাষাসৈনিক হাজেরা নজরুল, ভাষাসৈনিক মুস্তাফিজুর রহমান, ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদ এর সভাপতি ডা, মোমতাজ উদ্দিন আহাম্মদ, আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদের সভাপতি- মুহাম্মদ শাহ সুলতান আতিক, বাংলাদেশ জাতীয় সূন্নী ওলামাশায়েখ পরিষদ এর সভাপতি হাকীম আনছার আহমেদ সিদ্দীকী, বাংলাদেশ প্রতিদিনের মেলান্দহ প্রতিনিধি ফরিদুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন) প্রমুখ।
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (এসিএমবিএফ) দুই যুগ পূর্তি উপলক্ষে ৯ অক্টোবর সকাল ৯টায় শিশু কল্যাণ পরিষদ হল রুমে আলোচনা সভায় এই সংবর্ধন প্রদান করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. দুলাল মিয়া এতে সভাপতিত্ব করেন। এসিএমবিএফ’র প্রকল্প পরিচালক ও ইত্তেফাকের সংবাদদাতা মো. শাহ্ জামাল এই সভার শুভ উদ্ধোধন করেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন-ভাষা সৈনিক একেএম মকছুদ আহমেদ। প্রধান আলোচক ছিলেন-বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ভাষাসৈনিক হাজেরা নজরুল, ভাষাসৈনিক মুস্তাফিজুর রহমান, ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদ এর সভাপতি ডা, মোমতাজ উদ্দিন আহাম্মদ, বীরমুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল হক, আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদের সভাপতি- মুহাম্মদ শাহ সুলতান আতিক, বাংলাদেশ জাতীয় সূন্নী ওলামাশায়েখ পরিষদ এর সভাপতি হাকীম আনছার আহমেদ সিদ্দীকী, সাংবাদিক দেলোয়ার হোসেন প্রমুখ। #

মো. ছামিউল ইসলাম, ৯.১০.২০২১
জামালপুর
০১৭১৩৫৬৪৭২০

Check Also

242132804 4300051163382190 9129261019320802744 n

গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল বিতরণ

মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধি সরকারের সেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছাতে …