শ্রী প্রশান্ত কুমার সুএ ধর
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
ফতুল্লায় চুরি করে নিয়ে যাওয়া স্বর্ণালংকার, নগদ টাকা ও চোরাই কাজে ব্যবহৃত যন্ত্রাংশ সহ আব্দুল কাদের জিলানী নামক চোরকে গ্রফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল কাদের জিলানী ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার রামভদ্রপুর গ্রামের গোলাম মোস্তফার পুত্র ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সস্তাপুর কাস্টমের মোড় এলাকার এরশাদুলের ভাড়াটিয়া। গ্রেফতারকৃত আব্দুল কাদের জিলানীক ৫দিনের রিমান্ড চেয়ে বুধবার দুপুরে আদালতে পাঠিয়ছে পুলিশ।মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মুসলিমনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।এসময় গ্রেফতারকৃতের নিকট থেকে পুলিশ চুরি করা স্বর্নালংকারের মধ্যে গলার ১টি হার, দুই জোড়া কানের দুল, স্বর্ণলংকার বিক্রির নগদ ৩০০০ টাকা সহ চোরাই কাজ ব্যবহৃত ১টি টেস্টার, নাট খোলার ঢালি ও ৪টি ধারালো ছুরি উদ্ধার করে পুলিশ। এর আগে ২৫ আগস্ট ফতুল্লা থানার মুসলিমনগর এতিমখানার পুরান বাজার মোড়ের তৈয়বের ভাড়াটিয়া আফরোজা জাহান বাদী হয়ে ৩ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ১ লক্ষ ৩১ হাজার টাকা চুরির অভিযাগ এনে একটি মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী ও ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সোহাগ চৌধুরী জানান, ঘটনার দিন দুপুরে বাদী তার ৬ বছরের মেয়ে নুহা কে নিয়ে শ্বশুর বাড়ি পূর্ব ধর্মগঞ্জ এলাকায় যায়। এসময় বাদীর স্বামী নিজ কর্মস্থলে ছিল। বিকাল ৫টার দিকে বাদীর মেয়ের আরবি শিক্ষিকা ফোন করলে বাদী বাসায় ফির এসে দেখে তার রুমের দরজা ভাঙ্গা এবং ঘরের ভিতরের স্টিলের আলমারি ভেঙ্গে অজ্ঞাত চোর বা চোরেরা ৩ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ১ লক্ষ ৩১ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। মামলা দায়েরের পর দীর্ঘ তদন্তের পর মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানার সস্তাপুর কাস্টমসের মোড় এলাকায় অভিযান চালিয়ে চুরি করে নিয়ে যাওয়া স্বর্ণালংকারের মধ্য আংশিক স্বর্ণালংকার, নগদ ৩ হাজার টাকা ও চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জাম ও ধারালো ছুুরি সহ আব্দুল কাদের জিলানীক গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।