Monday , December 9 2024
243350220 397941301925850 4414868611193788272 n

চাটখিলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

মোঃ হানিফ উদ্দিন
নোয়াখালী জেলা প্রতিনিধি

আন্তর্জাতিক তথ্য অধিকার দিসব উপলক্ষ্যে আজ মঙ্গলবার দুপুরে চাটখিল উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন চাটখিল পল্লী বিদ্যুৎ ডিজিএম মোহাম্মদ কামাল হোসেন, চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ভূঁইয়া, সমাজ সেবা কর্মকর্তা মো. আলী হোসেন, উপজেলা শিক্ষা অফিসার এটিএম এহছানুল হক চৌধুরী প্রমুখ। সভায় উপজেলার সকল বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা উপজেলার সকল কর্মকর্তাদের নিয়মানুযায়ী তথ্য পাওয়া ও তথ্য দেওয়ার জন্য বলেছেন। এসময় তিনি বলেন তথ্য পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার সুতারাং নিয়ম মেনেই নাগরিককে তথ্য দিতে হবে।

Check Also

244906860 4697196250312208 1592000367425034045 n

ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুক লাইভে আপত্তিকর মন্তব্য, থানায় অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ফেসবুক লাইভে বিরুদ্ধাচারণ করে আপত্তিকর …