Thursday , April 24 2025
243986027 204773334946622 3385595087884225701 n

ক্যানসার আক্রান্ত আরোজের পাশে সোনাদিয়া কিশোর ক্লাব

মোঃ হানিফ উদ্দিন নোয়াখালী জেলা প্রতিনিধি

আজ একবছর পযর্ন্ত ক্যানসার আক্রান্ত জোডখালী উচ্চ বিদ্যালয়ের ৬ ষ্ঠ শ্রেনির শিক্ষার্থী আরোজ। বাবা বাকের হোসেন। এক দিনমজুর তাই ছেলের চিকিৎসা করতে অনেক টাকার দরকার তাই ভেবে আজ একবছর পযর্ন্ত ছেলেকে অসুস্থ অবস্থায় রাখে । পরে কিছু লোক জানার পর তার সাহায্যের জন্য বেরিয়ে পডে। তা জানাতে পেরে সোনাদিয়া কিশোর ক্লাব এর সদস্যরা বিভিন্নভাবে কিছু সাহায্যে জোগাড় করে তাদের হাতে তুলে দেয়। এসময় উপস্থিত ছিলেন দ্বীপ উন্নয়ন সংস্থার প্রতিনিধি ফজলে এলাহি রিদয় সোনাদিয়া কিশোর ক্লাব এর সভাপতি আতিকুর রহমান মনির, সাধারণ সম্পাদক ফয়সাল সজিব,কোষাধ্যক্ষ মিলাদ উদ্দিন,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জামিলের রহমান, পরিষ্কার পরিছিন্ন বিষয়ক সম্পাদক তামজিদ উদ্দিন সদস্য জহির উদ্দিন, রিয়াজ উদ্দিন, আরিফ হাওলাদার, প্রমুখ। এসময় সভাপতি বলেন আমরা তার চিকিৎসার কাজে বিভিন্নভাবে সহযোগিতা করবো।

244098023 298492058318187 3743046665086347283 n

Check Also

244906860 4697196250312208 1592000367425034045 n

ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুক লাইভে আপত্তিকর মন্তব্য, থানায় অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ফেসবুক লাইভে বিরুদ্ধাচারণ করে আপত্তিকর …