Sunday , September 24 2023
243493795 159983326321749 5655323080914364880 n

কুমিল্লার মেঘনায় ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামি মোঃ সেলিম মিয়া (৩১) গ্রেফতার।

মোঃ নাজিম উদ্দীন (নিজাম) কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মেঘনা থানার টিম মেঘনার অভিযানে এসআই মোঃ মোশাররফ হোসেন, এসআই মোঃ সাইফুল ইসলাম সংগীয় ফোর্সসহ লুটেরচর ইউনিয়নের কান্দারগাঁও বাসষ্ট্যান্ড এলাকা হইতে গত ৩০ সেপ্টেম্বর ২০২১ইং তারিখ রাত ১১.১০ ঘটিকার সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামি মোঃ সেলিম মিয়া (৩১) পিতাঃ- মোঃ মজিদ মিয়া সাং- জলারপাড় নয়াগাঁও, থানাঃ- মেঘনা, জেলাঃ- কুমিল্লাকে গ্রেফতার করেন টিম মেঘনা।

তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

মোঃ সেলিম মিয়া (৩১) সে মেঘনা উপজেলার জলারপাড় নয়াগাঁওয়ের মোঃ মজিদ মিয়ার ছেলে।