Tuesday , December 10 2024
243469671 453150562727218 6477954592906068559 n

কুমিল্লার মেঘনায় গাঁজাসহ মোঃ তছির মিয়া (৪১) গ্রেফতার।

মোঃ নাজিম উদ্দীন (নিজাম) কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মেঘনা থানার টিম মেঘনার অভিযানে এসআই মোঃ নাজিম উদ্দিন, এসআই মোঃ সাইফুল ইসলাম, এএসআই মোঃ আলী হোসেন সঙ্গীয় ফোর্সসহ মেঘনা উপজেলার মানিকার চর মসজিদবাগ মোঃ সুমনের দোকানের সামনে হইতে গত ২৯ সেপ্টেম্বর ২০২১ইং তাং সন্ধ্যা ৭.৩০ ঘটিকার সময় ৫০০ গ্রাম গাঁজাসহ আসামি মোঃ তছির মিয়া (৪১) পিতাঃ- আব্দুল মালেক মিয়া সাং- মানিকারচর মসজিদ বাগ থানাঃ- মেঘনা জেলাঃ- কুমিল্লাকে গ্রেফতার করেন টিম মেঘনা।

তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মোঃ তছির মিয়া (৪১) সে মেঘনা উপজেলার মানিকার চর ইউনিয়নের মানিকারচর মসজিদ বাগের আব্দুল মালেক মিয়ার ছেলে।