Friday , January 24 2025
244450475 1577424379281575 5955896795837968173 n

কাদের মির্জা অনুসারী ১৪ মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

মোঃ হানিফ উদ্দিন নোয়াখালী জেলা প্রতিনিধি

বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারী ছাত্রলীগ নেতা সাহাদাত হোসেন সজলকে (৩০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সে কাদের মির্জা ঘোষিত কথিত উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বসুরহাট পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাকসুদা আক্তার হ্যাপীর ছেলে।এখন পর্যন্ত তার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে বলে জানা যায়।রোববার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা শহর মাইজদী বাজারের দীঘির পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

জেলা ডিবির পরিদর্শক (তদন্ত) মো.রবিউল হক তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। ওই মামলাগুলোতে গ্রেফতার দেখিয়ে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে সোপর্দ করা হবে।

Check Also

244906860 4697196250312208 1592000367425034045 n

ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুক লাইভে আপত্তিকর মন্তব্য, থানায় অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ফেসবুক লাইভে বিরুদ্ধাচারণ করে আপত্তিকর …