Sunday , December 8 2024
received 1051159862088297

আস্থা রক্তদান সংস্থার নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা সম্পুর্ণ।

সাজ্জাদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি

“স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রুগী বাঁচবে প্রাণ” এই স্লোগান কে ধারণ করেই আস্থা রক্তদান সংস্থা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে। এটি শুধু রক্তদানই নয়, বরং জনসচেতনতা সৃষ্টিই তাদের মূল লক্ষ্য। একদল তরুণ তরুণীর সমন্বয়ে গঠিত সংস্থাটি বিগত কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবী কার্যক্রম গুলো চালিয়ে আসতেছে।
গত আগস্ট মাসে সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছিল। গতকাল ১৮ সেপ্টেম্বর ২০২১ শনিবার নবগঠিত অত্র কমিটির পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন সম্পুর্ন হয়েছে বগুড়া টিএমএসএস কমিউনিটি সেন্টারে। সকাল ১১ টাই মূল অনুষ্ঠান শুরু হয়ে দুই পর্বে অনুষ্ঠান টি শেষ হয়েছিল বিকাল ৫টাই। অনুষ্ঠানে বগুড়া সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে আগত সদস্যরাও নিজ নিজ দায়িত্ব পালন করেন।
অত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব রাজু আহম্মদ (আরিফ)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাজমুল হক, এডভাইজার ও লাইফ মেম্বার, TMSS, বগুড়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহিনুল ইসলাম, প্রভাষক অর্থনী‌তি বিভাগ, বগুড়া আজিজুল হক কলেজ। জনাব আঃ হামিদ হান্নান, ডিরেক্টর, ভেস্টিজ মার্কেটিং প্রাঃ লিঃ সহ আরো অনেক অতিথি বৃন্দ।
অত্র অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্বে ছিলেন জনাব মোঃ ইব্রা‌হিম প্রধান, শিক্ষা প্রশিক্ষন ও গবেষনা বিষয়ক সম্পাদক, আস্থা রক্তদান সংস্থা, বগুড়া এবং মোছাঃ শাাহনাজ ফেরদৌসী শশী। অত্র অনুষ্ঠা‌নের সার্বিক দায়িত্বে লাইভ সম্প্রচার ও ভিডিও ধারনের দ্বা‌য়ি‌ত্বে ছিলেন মোঃ সাজ্জাদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, আস্থা রক্তদান সংস্থা, বগুড়া।
এছাড়াও দৈনিক করতোয়া সহ প্রেস সাংবাদিক অত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সাবেক সভাপতি সহ প্রত্যেকের হাতে একটি ক‌রে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে ব্লাড ডো‌নেট ফ‌টো কন‌টেস্ট বিজয়ী ৩ জন, সর্ব‌োচ্চ রক্তদাতা ২ জন, সেরা স্বেচ্ছা‌সেবী হি‌সে‌বে ২ জন কেও সম্মাননা স্মারক তু‌লে দেওয়া হয়।
অত্র অনুষ্ঠা‌নে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ সকলেই অনেক মহামূল্যবান বক্তব্য পেশ করেন। আস্থা রক্তদান সংস্থার স্বেচ্ছাসেবক হিসেবে সংগঠনের সদস্যরা রক্তদান কর্মসূচির পাশাপাশি ভবিষ্যতে পথশিশু এবং সমাজের অসহায় মানুষদেরও পাশে দাঁড়াতে চায়। বর্তমানে সমাজের ভয়াবহ কয়েকটি বিষয় তথা মাদক গ্রহন, বাল্যবিবাহ, ইভটিজিং, যৌতুকপ্রথা সহ এসব সামাজিক বিভিন্ন দিকগুলো প্রতিরোধেও কার্যকর ভূমিকা পালন করে যাবে আস্থা রক্তদান সংস্থা, এই শপথ নিয়েই ১ম পর্বের অনুষ্ঠান সমাপ্ত হয়। দুপুরে বিরতির পর কমিটি ও কার্যকরী সদস্যদের নিয়ে শুরু হয় ২য় পর্বের অনুষ্ঠানের কার্যক্রম। যেখানে সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য গুলো পূরনে কার্যকর ভূমিকা পালনের বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করা হয়। সর্বোপরি দেশের যেকোনো সংকটময় পরিস্থিতি তে সংস্থার সদস্যগণ মানুষের পাশে দাড়ানোর প্রত্যয় ব্যক্ত করার মাধ্যমে ২য় পর্বের অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়।